গরু কিনা শেষ, খুব ভাব নিয়ে হাটছেন এ বছর থেকে আপনিও কুরবানী দিবেন।
কিন্তু খেয়াল করলে শোনতে পেতেন, আপনার পাশের ঘর থেকে বচ্চাদের কান্নার আওয়াজ আসছে…. খাবার নেই
এ বছর আপনি গরু কিনতে গিয়ে এক্সট্রা অনেক খরচ করে ফেলেছেন। তাই আর দান সাদকাহ করতে পারবেন না বলে মনস্থির করে নিয়েছেন। যে ভাই খুব কষ্টে সংসার চালান, এবং ঈদ এলে বাজারহাট করার খরচ যোগাতে ব্যর্থ হোন, কিন্তু প্রতিবছর ঈদের আগে আপনি তাকে যে পাঁচশ টাকা দিতেন তা দিয়ে তার বাজার হয়ে যেত। তা এবার হচ্ছে না।
কুরবানির জন্য অনুৎসাহী করার জন্য কথাগুলো বলছি না। কিন্তু আপনি যদি একটু কেয়ার ফুল হোন যে, এবার গরু কেনার সময় অবশ্যই এক্সট্রা খরচ করবেন না। যে টাকাটা এক্সট্রা খরচ করার জন্য রেখেছেন সেটা দান করে দিবেন। তাহলে আপনার পাশের ঘর থেকে বাচ্চাদের কান্নার বদলে হাসি শোনতে পাবেন।
আপনি কোরবানির পশু কিনতে গেলে কিছু টাকা সাদকাহ করার জন্য সরিয়ে রাখতে পারেন। পশু কেনার সময় এই কয়টা টাকা হয়তো তেমন প্রভাব ফেলবে না তবে অনেক সংসারের প্রয়োজনটুকুন মিটে যাবে, ইন শা আল্লাহ।
আল্লাহ সবাইকে সহিহ নিয়তে কোরবানি করার তাউফিক দান করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন