সারাবছর পড়ালেখা না করা ছেলেটা পরীক্ষার আগের দিন যখন বই খুলে দেখে কিচ্ছু করার নেই। কোনো প্রিপারেশন নেই। তখন মনে মনে ভাবে, ইশ! পরীক্ষাটা যদি আরো কয়টা দিন পরে হত, তাহলে ভালভাবে প্রিপারেশন নিতাম। কিন্তু তার একার জন্য তো পরীক্ষার ডেট চেঞ্জ হবে না।
"মালাকুল মাউত" চলে আসার পর একদল লোক বলবে, 'আমারে আরো কয়টা দিন সময় দিলে ভালো হয়ে যেতাম।' আসলে প্রিপারেশন নেই বলে কিন্তু পার পাবেন না। দুনিয়ার সামান্য পরীক্ষা যেখানে আপনার প্রিপারেশন নেই বলে চেঞ্জ হবে না। সেখানে মৃত্যু তো জন্মের পূর্বেই নির্ধারণ করা হয়ে গেছে।
– রুমাদ হোসেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন