শনিবার, ১৮ মে, ২০২৪

কীভাবে আমি হতাশ হতে পারি ?

 


 ১.

খুব অসুবিধার মধ্য দিয়ে কাটছে আমার দিন। জব নেই, কাজ নেই। বেকার যুবকদের যেসকল অবহেলার স্বীকার হতে হয় তার সবকিছুর স্বীকার অলরেডি হয়ে গেছি। খুব হতাশার জীবন পার করছি এখন।

.

পরিবার আছে। মা-বাবা, ভাই-বোনেরা সবাই আমার প্রতিষ্ঠিত হবার অপেক্ষায়। আর আমি তাদের হতাশ করে-ই চলছি বারবার। জব খুঁজছি। কোথাও ইন্টারভিউ দিতে গেলে ফেল করছি। একি গল্প বার-বার রিপিট হচ্ছে। হতাশাও বেড়ে চলছে…

.

২.

দোকানে নতুন এক কর্মচারী এসেছে। বয়স একুশ-বাইশ হবে। আমাদের ম্যানেজার চাচার পূর্ব-পরিচিত।

.

তাকে জিজ্ঞেস করা হলো, 'বাড়ী কোথায়?'

খুব ক্ষোভ ও অভিমানের সুরে উত্তর দিলো, 'আমার কোনো বাড়ি-ঘর নেই।'

.

তার উত্তর শুনে আমার খটকা লাগায় ম্যানেজার চাচাকে জিজ্ঞেস করলাম, 'ঘটনা কি?'

.

চাচা যা বললেন তা অনেকটা এরকম,

সে এতিম। যখন অনেক ছোট ছিলো তখন বাবা-মা দু'জনই মারা গেছে। বড় হয়েছে চাচার কাছে। সেখানে অনেক নির্যাতিত হতে হয়েছে, শেষ-মেষ রাগে দুঃখে সেখান থেকে পালিয়ে এসেছে। এখন তাকে কেউ পরিচয় জিজ্ঞেস করলে বলে, 'তার কেউ নেই।'

.

পরিবার হারা একটা ছেলেকে চোখের সামনে যখন হাসিখুশি দেখি, তখন নিজেকে তার জায়গায় বসিয়ে চিন্তা করতে থাকি,

.

"কীভাবে আমি হতাশ হতে পারি?"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন নতুন এন্ড্রয়েড ফোন এসেছে

  নতুন নতুন এন্ড্রয়েড ফোন এসেছে এলাকায়। নতুন এই ফোনের ফাংশনের সাথে সবাই অপরিচিত। আসার পর অনেকের ফোনের ফাংশন, সেটিং বিভিন্ন সমস্যা সমাধান করে...