শনিবার, ১৮ মে, ২০২৪

এক বুজুর্গ তার একটি গল্প শোনালেন

  


এক বুজুর্গ তার একটি গল্প শোনালেন:

.

একদা একদিন আমি মসজিদে শুয়ে আছি, এমন সময় একটি জানাযার নামায শুরু হলো। আমি জানাযায় শরিক হলাম। তারপর কবরস্থানে কবর দিতে গেলাম। যে মারা গেছে আমি তাকে চিনতাম না, কোনোদিন দেখিওনি।

.

কবর দেওয়া শেষ হলে বাকি সবাই কবরস্থান থেকে চলে গেলো শুধু আমি একা কবরের পাশে বসে রইলাম। এবং আল্লাহর কাছে বললাম: 

.

❝ হে আল্লাহ্, যে মেহমানকে এখন রেখে যাওয়া হচ্ছে তাকে আমি চিনিনা, সে যদি আমার কাছে আসতো আমি তার যথাযথ মেহমানদারী করতাম। আর এখন সে সর্বশ্রেষ্ঠ দয়ালু—এর মেহমান।❞

.

তারপর আমি আবার মসজিদে ফিরে এসে শুয়ে পড়লাম। এবং গভীর ঘুমে তলিয়ে গেলাম….

.

স্বপ্নে দেখলাম, সাদা পোশাক পরিহিত এক লোক আমাকে ডেকে জিজ্ঞেস করছে, আপনি কি সেই ব্যক্তি যে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে?

.

আমি জিজ্ঞেস করলাম, আপনি কে?

.

সে বলল: আমি-ই সেই লোক যাকে কবর দিয়ে এলেন এবং আপনার প্রর্থনা কবুল করা হয়েছে। আল্লাহ তা'আলা আমাকে ক্ষমা করে উনার মেহমান বানিয়ে নিয়েছেন।

___
রুমাদ হোসেন
rumadhussen@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন নতুন এন্ড্রয়েড ফোন এসেছে

  নতুন নতুন এন্ড্রয়েড ফোন এসেছে এলাকায়। নতুন এই ফোনের ফাংশনের সাথে সবাই অপরিচিত। আসার পর অনেকের ফোনের ফাংশন, সেটিং বিভিন্ন সমস্যা সমাধান করে...