নতুন নতুন এন্ড্রয়েড ফোন এসেছে এলাকায়। নতুন এই ফোনের ফাংশনের সাথে সবাই অপরিচিত। আসার পর অনেকের ফোনের ফাংশন, সেটিং বিভিন্ন সমস্যা সমাধান করে দিত ফজলু।
একটা সময় এমন দাঁড়ালো, কোথাও গিয়ে আরাম করে বসতে পারতো না, কেউ না কেউ ফোন নিয়ে তার খুঁজে চলে আসতো। প্রথম প্রথম ব্যাপারটা উপভোগ করতো, কিন্তু ধীরে ধীরে উপভোগ থেকে বিরক্তি ধরে গেল। এ যেন খ্যাতির বিরম্ভনা। এ অবস্থা থেকে মুক্তি চাইতে লাগলো সে।
ফজলু একটা লম্বা সময় ধরে এলাকার বাইরে চলে গেল। ফিরে এসে দেখলো মুটামুটি সবাই এখন এন্ড্রয়েড ফোন চালায় এবং সবকিছুই ভালো করে বুঝে। তারপরও কেউ এসে যদি বলে, ভাই একটা ইমেইল আইডি করে দেন, ভাই অমুক এপ্স ইন্সটল হচ্ছে না, ভাই অই সেটিং করতে পারছিনা। তখন সে ছলনার করে, বিরম্বনা থেকে বাঁচতে মিথ্যার আশ্রয় নেয়। যেমন, ভাই নতুন ফোনের এই ফাংশন গুলো এখন আমি আর বুঝতে পারিনা। কিংবা অনেকদিন ধরে ফোন চালাইনা তাই সবকিছু ভুলে গেছি। এধরনের মিথ্যা বলায় তাঁর কোনো আক্ষেপ থাকে না।
এই ঘটনা বলার পেছনে একটা উদ্দেশ্য আছে,
'ফজলু' নামের লোকের মতো বিরম্বনা আমাদেরও সবার জীবনে কম বেশী ঘটেছে। সে অবস্থা থেকে মুক্তি পেতে আমরাও কিন্তু ছোটখাটো বিষয়ে প্রচুর মিথ্যা কথা বলে ফেলি। আমাদের কাছে মনে হতে পারে এই মিথ্যা বললে তেমন কিছুই হবে না৷ এই ছোটখাটো বিষয় নিয়ে বেশী মাথাও ঘামাই না। আর একারণে অপরাধবোধও জাগে না।
একটা পাপ করে তার জন্য অনুতপ্ত না হওয়া মানে পাপটাকে প্রশ্রয় দেয়া। প্রশ্রয় পেয়ে তা বেড়ে যাবে বহুলাংশে। আর মিথ্যা কথা বলা 'মহাপাপ' সেটা সবাই জানি। মিথ্যা না বলে আমাদের অন্যভাবে সমাধান খুঁজতে হবে। কেউ যদি ফোন নিয়ে আপনার কাছে আসতে চায় আপনি তাকে এড়িয়ে যেতে পারেন। তার কথা না শুনে চুপ করে উঠে চলে আসতে পারেন সে যায়গা থেকে। আর কিছু না হোক একটা পাপ করা থেকে বেঁচে তো যাবেন।
— রুমাদ হোসেন
@hussenrumad.bd